IQNA

ফের আল-আকসা মসজিদের অবমাননায় ইহুদিবাদী ইসরায়েল

23:34 - February 18, 2015
সংবাদ: 2868446
আন্তর্জাতিক বিভাগ: ইহুদিবাদী ইসরায়েলি ঔপনিবেশিকের একটি দল ১৮ই ফেব্রুয়ারি আল-আকসা মসজিদের প্রবেশ করে মসজিদের অবমাননা করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরায়েলি ৬২ জন ঔপনিবেশিক যায়নবাদীরা সামরিক বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আল-আকসা মসজিদের প্রবেশ করেছে এবং মসজিদুল আকসার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছে এবং সম্মিলিত ভাবে ছবি তুলেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঔপনিবেশিকদের জন্য পথ ক্লিয়ার করার জন্য ইসরাইলি সৈন্যরা এক ফিলিস্তিনি মেয়ের ওপর হামলা চালিয়েছে আহত করেছে।
এছাড়াও টহল দেওয়ার জন্য ইসরাইলির অনেক সৈন্যকে মসজিদুল আকসায় মোতায়েন করা হয়েছে।
2866347

captcha