IQNA

ফ্রান্সের ৬০টি মসজিদ সালাফিদের নিয়ন্ত্রণে

16:27 - February 19, 2015
সংবাদ: 2870528
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ‘RTL’ রেডিও ১৭ই ফেব্রুয়ারি তথা মঙ্গলবার এক রিপোর্টে জানিয়েছে, ফ্রান্সের ৬০টি মসজিদ সালাফিদের নিয়ন্ত্রণে রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের নিরাপত্তা পরিষেবার একটি বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে  ১৭ই ফেব্রুয়ারি ‘RTL’ রেডিও ঘোষণা করেছে, সেদেশের মসজিদ গুলো সালাফিদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।
এ রেডিও চ্যানেল আরও জানিয়েছে: সালাফীরা ইসলাম ধর্ম থেকে সহিংসতাকে বেছে নিয়েছে এবং ইসলামী শিক্ষাকে বিচ্যুতির দিকে নিয়ে যাচ্ছে। ফ্রান্সের জমিতে ৫ হাজার সালাফী রয়েছে এবং বিগত দশ বছরে সালাফীদের সংখ্যা দশগুণ বৃদ্ধি পেয়েছে।
সালাফী সদস্যরা ফ্রান্সের বৃহৎ শহর থেকে শুরু করে ছোট ছোট শহর যেমন ভিটরুল অলাস এবং ব্রুসেটেও ছড়িয়ে পরেছে।
সালাফীদের নিয়ন্ত্রণে সকল মসজিদে তরুণ জঙ্গিদের হাতে হস্তান্তর করছে তারা। এছাড়াও ‘bfm tv’ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে ইল্-দ্য-ফ্রঁস নামক এক অঞ্চলে সালাফিদের ২৩টি মসজিদ রয়েছে।
এছাড়াও বর্তমানে লিয়ন অঞ্চলের ২২টি মসজিদ এবং মার্সেই অঞ্চলের ১৩টি মসজিদ সালাফিদের নিয়ন্ত্রণে রয়েছে।
2865140

captcha