IQNA

আইএসআইএলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে; রাশিয়ান গ্র্যান্ড মুফতি

17:59 - February 19, 2015
সংবাদ: 2870537
আন্তর্জাতিক বিভাগ: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইসলাম ধর্মের ভাবমূর্তিকে বিকৃত করছে। আর এর প্রতিবাদে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ান গ্র্যান্ড মুফতি ‘তালয়াত তাজউদ্দীন’।

বার্তা সংস্থা ইকনা: মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি’র নিকট এক চিঠিতে রাশিয়ান গ্র্যান্ড মুফতি ‘তালয়াত তাজউদ্দীন’ গুরুত্বারোপ করে বলেছেন: লিবিয়ায়, মিশরীয় নাগরিকদের নৃশংস ভাবে হত্যা করার ঘটনাটি ইসলামের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ এবং এ নৃশংস ঘটনার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইসলাম ধর্মকে বিকৃতি, ইসলাম ধর্মের মূলনীতির উল্লঙ্ঘন করার চেষ্টা করছে।
তিনি বলেন: লিবিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের পাশবিক এবং অমানবিক অপরাধের ঘটনা শোনার পর বিশ্বের মুসলমানেরা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে।
মুফতি তালয়াত তাজউদ্দীন বলেন: বিশ্বের সকল মুমিন ব্যক্তি জানে যে, লিবিয়ায়, মিশরের অধিবাসীদের হত্যা করার বিষয়টি অতি ভারী এবং অপূরণীয় ক্ষতি এবং সন্ত্রাসী দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
রাশিয়ার গ্র্যান্ড মুফতি, সন্ত্রাসী গোষ্ঠ যারা ইসলাম ধর্মকে বিকৃত ও কলঙ্কিত করতে চাচ্ছে এবং ইসলাম ধর্মের মূলনীতির উল্লঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন।
অপরদিকে রাশিয়ায় ককেশাসের মুসলিম প্রতিনিধি ‘শাফিক চিশখাচাফ’ গুরুত্বারোপ করে বলেছেন: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের কার্যক্রম বিস্তারের প্রতিরোধে বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
2865207

captcha