IQNA

মক্কায় ‘ইসলাম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

23:42 - February 20, 2015
সংবাদ: 2874720
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ২২ থেকে ২৫শে ফেব্রুয়ারি ‘ইসলাম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী বিশ্ব আঞ্জুমানের মহাসচিব ‘আব্দুল্লাহ বিন আব্দুল মুহসেন আত তারাকী’ বলেন: এ সম্মেলন সন্ত্রাসীদের চ্যালেঞ্জের মোকাবেলায় অনুষ্ঠিত হবে। বর্তমানে মুসলিম উম্মাহর সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান করছে এবং তাদের চ্যালেঞ্জের লক্ষ্যবস্তু হয়েছে। সন্ত্রাসীরা সভ্যতাকে কুশ্রী করে রেখেছে।
তিনি বলেন: এটি নতুন কোন বিষয় নয়। অতি প্রাচীন এবং নতুন ইতিহাসের সাথে জড়িত। এটি প্রতারণা একটি অংশ এবং ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য এর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে।
ইসলামী বিশ্ব আঞ্জুমানের মহাসচিব বলেন: এ শীর্ষক সম্মেলনে - ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক দৃষ্টিতে সন্ত্রাসবাদের সংজ্ঞা, ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদের অবরণ, সন্ত্রাসবাদের ধর্মীয় কারণ, সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
2866376

captcha