IQNA

ফ্রান্সে ১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

23:43 - February 20, 2015
সংবাদ: 2874721
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘বুরঝেহ’ নামক প্রদর্শনী পার্কে ৩য় থেকে ৬ষ্ঠ এপ্রিল ১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা আন্তর্জাতিক কুরআন হেফজ অর্গানাইজেশন, ইউরোপের হিউম্যান বিজ্ঞান ইন্সটিটিউট এবং ইউরোপের কুরআন সগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
১৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতা প্রধান উদ্দেশ্য সেদেশের যুবকদের সাথে মহান আল্লাহর গ্রন্থ কুরআন শরিফের সাথে সকলকে পরিচিত করানো।
এ প্রতিযোগিতা ছয়টি স্তরেঅনুষ্ঠিত হবে। ৭ বছরের কম বয়সী শিশু (শেষে দুই হেজব), ১১ বছরের কম বয়সী (৫ হেজব), ১৫ বছরের কম বয়সী নব যুবক (১০ হেজব), ১৮ বছরের কম বয়সী যুবক (১৫ হেজব), ২১ বছরের যুবক (৩০ হেজব) এবং ৩০ বছরের কম বয়সীদের জন্য তাফসির সহকারে সম্পূর্ণ কুরআন হেফজের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ২২শে ফেব্রুয়ারির মধ্যে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। 
2865161

captcha