IQNA

আইএসআইএলের মোকাবেলার জন্য আহলে সুন্নতের নিকট ইরাকী ওলামাদের আহ্বান

11:40 - February 22, 2015
সংবাদ: 2881440
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের আহলে সুন্নত ওলামা পরিষদ সেদেশের রাজধানী এবং পশ্চিমাঞ্চলের সুন্নি নাগরিকদের, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের আহলে সুন্নত ওলামা পরিষদ ২০শে ফেব্রুয়ারি এক বিবৃতিতে আনবার প্রদেশে আইএসআইএলের গণ হত্যাকাণ্ডের কারণ হিসেবে এ অঞ্চলের অধিবাসীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই এবং তাদের নিজেদের এলাকা নিজেরাই করছে না বলে অভিহিত করেছেন।
আহলে সুন্নত ওলামা পরিষদ দেশটির সরকারের নিকট জনগণের জীবন রক্ষার্থে সর্ব্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছে।
এ পরিষদ বিবৃতিতে আরও উল্লেখ করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্টী আইএসআইএলের ভয়ঙ্কর ও কুৎসিত বাস্তবতা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। শিয়া, খৃষ্টান এবং ইযিদীদের মত আহলে সুন্নতদের অঞ্চলও আইএসআইএল জায়েয হিসেবে বিবেচনা করছে। তাদের অত্যাচার ইরাকে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোন পার্থক্য নেই।
ইরাকের আহলে সুন্নত ওলামা পরিষদ আরও জানিয়েছে: আমরা সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং কেন্দ্রীয় সরকারের নিকট সামরিক ইউনিট গঠনের মাধ্যমে এসকল সন্ত্রাসীদের হাত থেকে জনসাধারণের জীবন রক্ষার জন্য আহ্বান জানাচ্ছি।
2876804

captcha