ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইন্দোনেশিয়ায় অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর হুজ্জাতুল্লাহ ইব্রাহিমিয়ান, ইমাম খোমেনি (রহ.) রিলিফ ফাউন্ডেশনের সাথে সহযোগিতার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার আহলে বাইত (আ.) সংস্থার মূল কমিটির দুই সদস্যের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
ইন্দোনেশিয়ার বিভিন্ন সংস্থার সাথে সহযোগিতার বিষয়ে ইমাম খোমেনি (রহ.) রিলিফ ফাউন্ডেশনের প্রস্তুতির ঘোষণার পর এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
এরপূর্বে কালচারাল সেন্টারের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে রিলিফ ফাউন্ডেশনের প্রস্তুতির ঘোষণা সম্পর্কে ইন্দোনেশিয়ার বিভিন্ন সংস্থার বরবার চিঠি প্রেরণ করা হয়। এরই ভিত্তিতে আহলে বাইত (আ.) সংস্থা –ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিয়া সংস্থা হিসেবে বিবেচিত- দুই জন প্রতিনিধি প্রেরণ পূর্বক নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করে।
জনাব ইব্রাহিমিয়ান এ সাক্ষাতের শুরুতে রিলিফ ফাউন্ডেশনের কর্তব্যের বিষয়ে কথা বলেন। এরপর ইন্দোনেশিয়ার স্বল্প আয়ের নারী ও পুরুষদের ইন্দোনেশিয়ায় প্রচলিত বিভিন্ন পেশার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি করতে তুলতে রিলিফ ফাউন্ডেশনের প্রকল্পের বিষয়ে আলোচনা করেন।
আহলে বাইত (আ.) সংস্থার প্রতিনিধি আহমাদ হেদায়েত রিলিফ ফাউন্ডেশনের এ প্রকল্পকে স্বাগত জানিয়েছেন।