IQNA

পাকিস্তানের কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা

20:37 - March 12, 2015
সংবাদ: 2970465
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে করাচীতে কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে করাচীতে ৬ষ্ঠ মার্চে কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুরআন প্রতিযোগিতায় ইরানের কুরআনের শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাসেমী, ইরানী কালচারাল সেন্টারের কর্মকর্তা মাহদী খাতীব, জামারান কুরআনিক বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান সৈয়দ ওয়াসাল হাইদার, আহলে সুন্নতের মিনহাজুল কুরআনের কর্মকর্তা আল্লামা ইশতিয়াক আহমেদ সহ পাকিস্তানের হাফেজ এবং কারিগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ প্রতিযোগিতার অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে হাফেজ এবং কারিগণ একে অপরের সাথে প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাসেমী এবং ইমতিয়াজ আলী উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার শেষে ইরানী কালচারাল কাউন্সিলার যুব সমাজকে কুরআন প্রতি আকৃষ্ট করার জন্য বলেন: কুরআন একটি পূর্ণ নুর এবং যদি কেহ কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সে দুনিয়া ও আখিরাতেও দুঃখ প্রকাশ করবে না। কুরআনের সাথে সম্পর্ক স্থাপন ব্যতীত আমাদের পূর্ববর্তী গুনাহ মোচনের জন্য কোন পথই খোলা নেই।
প্রতিবেদন অনুযায়ী, এ প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম থেকে তৃতীয় স্থানে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
2954365

captcha