IQNA

হিজাব নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে কেনিয়ার মুসলমান

22:42 - March 12, 2015
সংবাদ: 2971474
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি কেনিয়ার সুপ্রিম কোর্ট সেদেশের শিক্ষার্থীদের জন্য হিজাব ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এই আপত্তিকর জারির প্রতিবাদ করেছে কেনিয়ার কিসুমু শহরের মুসলিম আঞ্জুমানের সদস্যগণ।

‘The Star ‘ সংবাদ সংস্থা বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: কেনিয়ার কিসুমু শহরের মুসলিম আঞ্জুমানের সদস্য ফরিদা সেলিম জানিয়েছেন: কেনিয়ার সংবিধানে সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যে, বিশ্বাসগত এবং ধর্মের বিপরীত কোন কর্ম করার অধিকার কোন ব্যক্তিরই নেই।
তিনি বলেন: যদি আদালত, মুসলিম শিক্ষার্থীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আদালত আইন পরিপন্থী কাজ করেছে। আমরা ধর্মীয় সহনশীলতার জন্য আহ্বান জানাচ্ছি এবং আদালতের এ সিদ্ধান্তের জন্য সম্প্রদায়ের মধ্যে পার্থক্যের প্রত্যাশা করছি না।
সম্প্রতি কেনিয়ার আসিইয়ুলু নামক অঞ্চলের মেথডিস্ট চার্চের অন্তর্গত একটি স্কুলে ছাত্রীদের ওপর হিজাব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবারে কেনিয়ার সুপ্রিম কোর্টের বিচারক হারুন ম্যাকাও মেথডিস্ট চার্চের অন্তর্গত এই স্কুলের মুসলিম ছাত্রীদের ওপর হিজাব নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তিনি বলেছে, যদি কেহ এ নিয়ন মেনে না চলে, তাহলে সে স্কুলের নিয়মের বিরোধিতা করবে।
বিচারক আরও বলেছে: মুসলিম শিক্ষার্থীদের হিজাব ব্যবহারের অধিকার এবং  বৈষম্য মূলক সিদ্ধান্তের ব্যাপারে কেনিয়ার শিক্ষা বিভাগের সিদ্ধান্ত সংবিধানের পরিপন্থী
হিজাব ব্যবহারের জন্য মুসলিম শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য সৃষ্টির ব্যাপারে মেথডিস্ট চার্চ আদালতে অভিযোগ করে। আর এরই সূত্র ধরে কেনিয়ার সুপ্রিম কোর্ট হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সুপ্রিম কোর্টর এ আদেশের পর কেনিয়ার কিসুমু শহরের মুসলিম আঞ্জুমানের সদস্য ফরিদা সেলিম প্রতিবাদ জানিয়ে গুরুত্বারোপ করে বলেন, হিজাব সংস্কৃতি ও শান্তির প্রতীক।
তিনি আরও বলেন: মহান আল্লাহ মানুষের জন্য যে অধিকার দান করেছেন, তা ছিন্ন করা উচিত নয়।   
2963012

captcha