IQNA

15:59 - March 18, 2015
সংবাদ: 3008620
সাংস্কৃতিক বিভাগ : ‘নূরে আহলে বাইত (আ.)’ পত্রিকার ১৬৯তম সংখ্যা আলবেনিয়ার রাজধানী ‘তিরানা’তে অবস্থিত ইরানি কালাচারাল হাউসের উদ্যোগে প্রকাশিত হয়েছে।


ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ফার্সি সনের নববর্ষের সমসময়ে তিরানায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘নূরে আহলে বাইত (আ.)’ পত্রিকা।

মার্চ-২০১৫ সংখ্যায় যে সকল লেখা স্থান পেয়েছে সেগুলোর মধ্যে ‘হযরত ফাতেমা যাহরা ; বরকতময় নারী ও বেহেশতের নারীদের সর্দার’, ‘হযরত ফাতেমা যাহরা (সা. আ.)-এর মর্যাদা এবং বেহেশতি নারীদের মাঝে তাঁর স্থান’ এবং ‘ইমাম সাদিক (আ.)-এর জীবনী উল্লেখযোগ্য।

এছাড়া এ সংখ্যায় ‘২২শে বাহমান ; ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী’, ‘আন্তর্জাতিক সংবাদ’ ও ‘ইসলাম ধর্ম ; জীবনের প্রতিটি ক্ষেত্রে মু’মিনদের সেবায়’ ইত্যাদিসহ আরো গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে।# 2993835

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: