বার্তা সংস্থা ইকনা: নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানের বিভিন্ন শহর বিশেষ করে আরদেকান শহরে ‘নেইনাওয়া বেইতুল আব্বাস’, ‘সারাল্লাহ’ এবং ‘কারবালার তুফান’ নামক নাট্যদল এ নাট্যমঞ্চের আয়োজন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আরদেকান শহরের তুত নামক হোসাইনিয়াতে ‘নেইনাওয়া বেইতুল আব্বাস’ নাট্যদল ২৩শে মার্চ এবং বেইতুল আব্বাস নামক হোসাইনিয়াতে ‘সারাল্লাহ’ ও ‘কারবালার তুফান’ নাট্যদলের পক্ষ থেকে ২৩ ও ২৪শে মার্চে নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাতের আলোকে মঞ্চ নাটক প্রদর্শিত হবে।
3011715