IQNA

নবী কন্যার পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের শোক মজলিশ

18:40 - March 26, 2015
সংবাদ: 3043182
আন্তর্জাতিক: নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের বিভিন্ন হোসাইনিয়াতে শোক মজলিশ অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের কোয়েটা শহরে ২৩শে মার্চ সন্ধ্যা থেকে উক্ত শোকানুষ্ঠান শুরু হয়েছে। উক্ত শোকানুষ্ঠান ছয় দিন ব্যাপী অব্যাহত থাকবে। শোকানুষ্ঠানে পাকিস্তানের বিশিষ্ট ওলামাগণ বিশেষ করে কোয়েটা শহরের জুম্মার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাশেম মুসাভী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর জীবনী ও শাহাদাতের আলোকে বক্তৃতা পেশ করবেন।
এ উপলক্ষে কোয়েটা শহরের বিভিন্ন হোসাইনিয়া থেকে আলমদার রোড হতে বেহেস্তে হযরত যায়নাব (সা. আ.) পর্যন্ত শোক মিছিল বের করেছে।
বলাবাহুল্য, উক্ত শোকানুষ্ঠান ২৯শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
3038066

captcha