IQNA

তুরস্কে সামরিক বাহিনীতে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল

19:47 - March 26, 2015
সংবাদ: 3043183
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের সামরিক আদালত ঘোষণা করেছে, এখন থেকে সামরিক বাহিনীর নারী সদস্যরা হিজাব ব্যবহার করতে পারবে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি তুরস্কের সামরিক আদালত ঘোষণা করেছে, সামরিক বাহিনীর নারী সদস্যরা হিজাব ব্যবহার করতে পারবে এবং সামরিক ও পুলিশ বাহিনীতে যে সকল পুরুষ সদস্য আছে তাদের স্ত্রীগণও স্বাধীন ভাবে হিজাব ব্যবহার করতে পরবে।
কিছুদিন আগেও তুরস্কের সামরিক বাহিনীর নারী সদস্যের ওপর হিজাব নিষেধাজ্ঞা জারি বহল ছিল। কিন্তু সম্প্রতি এক সামরিক সদস্য সেদেশের সামরিক আদালতে অভিযোগ করে জানিয়েছেন, তার স্ত্রীরির হিজাব থাকার ফলে একজন সামরিক সদস্য তাদেরকে সামরিক হাউজিং কমপ্লেক্স প্রবেশ করতে দেয়নি।
এ অভিযোগের তদন্ত করতে গিয়ে উক্ত আদালতের বিচারক সেদেশের সামরিক বাহিনীর সকল নারী সদস্য সহ পুরুষ সদস্যদের স্ত্রীদের ওপর যে হিজাব নিষেধাজ্ঞা জারি ছিল তা বাতি ঘোষণা করেছে।
3040119

captcha