IQNA

আব্দুল আযিম (আ.) এর মাজারে আয়াতুল্লাহ রেই শাহরীর তাফসির বিষয়ক সভা

19:52 - March 26, 2015
সংবাদ: 3044182
সাংস্কৃতিক বিভাগ : আয়াতুল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদি রেই শাহরী’র তাফসিরে কুরআন বিষয়ক সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আয়াতুল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদি রেই শাহরী’র তাফসিরে কুরআন বিষয়ক সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফার্সি সন অনুযায়ী ১৩৯৪ সালের প্রথম সভা হবে এটি।

প্রচলিত রুটিন অনুযায়ী এ সভা প্রতি বৃহস্পতিবার মাগরিব ও এশার নামাযের পর হযরত শাহ আব্দুল আযিম (আ.) এর মাজারে সংলগ্ন মুসাল্লাতে (জুমআর নামাযের স্থান) অনুষ্ঠিত হয়।

বলাবাহুল্য, আয়াতুল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদি রেই শাহরী নূরানী এ সভাতে হামদের তাফসির করবেন।



3040135

captcha