IQNA

পাকিস্তানে ‘সুস্থ সমাজ এবং মূল্যবোধ’ শীর্ষক সেমিনার

23:53 - March 28, 2015
সংবাদ: 3053364
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের কোয়েটায় ‘সরদার হাসান মুসা’ কলেজে ২৮শে মার্চে ‘সুস্থ সমাজ এবং মূল্যবোধ’ শিরোনামে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনার কোয়েটার শিক্ষাবিদগণের উপস্থিতিতে ‘মুনতাজারিনে ইমাম যামান (আ.) গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
উদ্দেশ্য ইসলামী মূল্যবোধ এবং সমাজে এই মূল্যবোধের ভূমিকাই হচ্ছে ‘সুস্থ সমাজ এবং মূল্যবোধ’ সেমিনারের প্রধান উদ্দেশ্য।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সেমিনারের সূচনা হয় এবং  প্রধান বক্তা হিসেবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ আহমাদ কাযেমী উপস্থিত ছিলেন।
3049258

captcha