IQNA

‘ইমাম খোমেনি (রহ.) ও ইসলামি বিপ্লবের অর্জন’ গ্রন্থ কিরঘিজ ভাষায় প্রকাশিত

17:57 - March 29, 2015
সংবাদ: 3057489
সাংস্কৃতিক বিভাগ : ঘিজিস্তানের মুহাম্মাদ কাশঘেরি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসান আরমাশোভ রচিত ‘ইমাম খোমেনি (রহ.) ও ইসলামি বিপ্লবের অর্জন’ গ্রন্থটি কিরঘিজিস্তানে প্রকাশিত হয়েছে।


ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ইরানে ইসলামি বিপ্লবের বিজয় এবং ইমাম খোমেনি (রহ.) এর প্রজ্ঞাময় নেতৃত্বের বিষয়ে রচিত এ গ্রন্থ কিরঘিজ ভাষায় প্রকাশিত হয়েছ। প্রথম সংস্করণে গ্রন্থটি ৫০০ কপি প্রকাশ করা হয়েছে।

এ গ্রন্থটি ইসলামি বিপ্লবের বিষয়ে কিরঘিজিস্তানে রচিত প্রথম গ্রন্থ হিসেবে বিবেচিত। কালচারাল কাউন্সেলরের ভূমিকাসহ গ্রন্থটি মোট ৪ অধ্যায়ে রচিত ও বাজারজাত করা হয়েছে।

বলাবাহুল্য, গ্রন্থটির প্রথম অধ্যায়ে ইসলামি বিপ্লবের পূর্বে ইরানের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থার উপর আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার কারণ এবং এর অর্জনের উপর আলোকপাত করা হয়েছে।# 3054396

captcha