IQNA

পাকিস্তানে ‘ইসলামের অগ্রগতি’র আলোকে সম্মেলন

19:41 - March 29, 2015
সংবাদ: 3057494
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানে কোয়েটা শহরে ২৯শে মার্চে ‘ইসলামের অগ্রগতি এবং মুস্তাফার (সা.) তরুণ উম্মতের জাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত সম্মেলন কোয়েটা শহরের আলমদার নামক অঞ্চলে মুস্তাফার (সা.) তরুণ উম্মতের জাগরণ গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামী বিশ্বের সচেতনতা ও ইসলামী শিক্ষা প্রচার করা।
‘ইসলামের অগ্রগতি এবং মুস্তাফার (সা.) তরুণ উম্মতের জাগরণ’ শীর্ষক সেমিনার মুস্তাফার (সা.) তরুণ উম্মতের জাগরণ গ্রুপের সদস্যরা ইসলামী বিশ্বের সচেতনতা এবং বাহরাইন ও ইয়েমেনের বর্তমান পরিস্থিতির আলোকে বক্তৃতা পেশ করেছেন। এছাড়াও উক্ত সম্মেলনে শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
3054408

captcha