ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : বিষয় ভিত্তিক এ সভা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জন্মবার্ষিকীর সমসময়ে অনুষ্ঠিত হবে। কলেজ অব হিস্ট্রি, আরবায়েফ কলেজের ল’ ও সোশ্যাল সায়েন্স অনুষদ এবং ইসলামি পরিচিতি গবেষণা কেন্দ্র এ সভা আয়োজনে সহযোগিতা করছে।
কিরঘিজিস্তানের টিচার্স ট্রেনিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এবং বিভিন্ন গণসংস্থার কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
ইসলামে নারীর অধিকার এবং কিরঘিজিস্তানে নারীদের সংগঠনসমূহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ সভায় পর্যালোচিত হবে।#3059530