ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : দোয়ায়ে কুমাইল, নুদবাহ, আহাদ, তাওয়াসসুল, মুনাজাতে আমিরুল মু’মিনীন (আ.), আবু হামযা সুমালী, ইফতিতাহ, আরাফাহ ইত্যাদি দোয়া অনুবাদসহ এ গ্রন্থে স্থান পেয়েছে। গ্রন্থটি রোমে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
দোয়াগুলো অনুবাদ করেছেন আব্বাস দিপালমা, হুসাইন মুরলেলি, মাউরিসিও তারদুকি, শারিফ সালমান, এনরিকো গালোপিনি, মুস্তাফা মিলানী, যায়নাব দুনাতি এবং হানিয়া তুরকিয়ান।
গ্রন্থটির ভূমিকা লিখেছেন ইরানি কালাচারাল কাউন্সেলর কুরবান আলী পুরমারজান এবং ইতালির শিয়াদের সংস্থা ‘আল-মাহদি’-এর প্রধান হুজ্জাতুল ইসলাম শাইখ আব্বাস দিপালমা।# 3059556