IQNA

আলবেনীয় ভাষায় ‘পারতুহায়ে আলাভি’ শীর্ষক পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত

21:54 - March 31, 2015
সংবাদ: 3069767
সাংস্কৃতিক বিভাগ : তিরানায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে ‘পারতুহায়ে আলাভি’ শীর্ষক পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে।


ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এবং আহলে বাইত (আ.) এর পরিচিতি নিয়ে নতুন এ সংখ্যায় প্রকাশিত হয়েছে।

এতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত, তাঁর পরিচিতি, জীবদ্দশায় যে সকল বিপদ তাঁর উপর আরোপিত হয়েছিল, তাঁর ওসিয়ত ইত্যাদি বিষয়ে বিভিন্ন লেখা এ সংখ্যায় স্থান পেয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, পত্রিকার সর্বশেষ সংখ্যাটির একটি অধ্যায় আলবেনিয়ার জাতীয় কবি ‘নাঈম ফারাশারি’ পরিচিতি তুলে ধরা হয়। নাঈম ফারাশারি একজন মুসলিম এবং আলবেনীয় ভাষায় ‘কারবালা’ বিষয়ক গ্রন্থের লেখক।# 3066706

captcha