‘Murray Ledger’ ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘ইসলামী সংস্কৃতি আবিষ্কার’ শিরোনামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের ইসলাম ধর্মের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মুসলিম ছাত্র সংগঠনের প্রধান নায়েফ আল আতিবী বলেন: ইসলাম ধর্ম সম্পর্কে আমেরিকার জনগণের ভ্রান্তি ধারণা দুর কারার লক্ষ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায় মুসলমানেরা অমুসলিমদেরকে ঘৃণা করে। কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মাদ (সা.) নিজেই খ্রিস্টান ও ইহুদি ভাইদের পাশেই শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করেছেন।
তিনি আরও বলেন: হযরত ঈসা (আ.)কে মুসলমানেরা কি পরিমাণে ভক্তি করে তা অনেকই জানে না এবং তারা এটাও জানেনা যে, মুসলমানেরাও খ্রিস্টানদের মত বিশ্বাস করে হযরত ঈসা (আ.) কিয়ামতের দিনে ফিরে আসবেন।
আল আতিবী বলেন: এ অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদেরকে পবিত্র কুরআনের সাথে পরিচয় করানো হয়েছে এবং তাদের জানানো হয়েছে যে, এ আসমানি গ্রন্থ সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডকে নিন্দা জানায়। এছাড়াও পবিত্র কুরআন মানবাধিকার এবং মহান আল্লাহ সকলকে সমান ভাবে সৃষ্টি করেছেন, এ ব্যাপারও উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও এ অনুষ্ঠানে হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রচার করা হয়েছে এবং মুসলমানদের ঐতিহ্যগত মিষ্টি ও খাবার বিতরণ করা হয়েছে।
3085094