IQNA

কুয়েতে প্রাচীন ও মূল্যবান কুরআনের প্রদর্শনী + ছবি

23:53 - April 05, 2015
সংবাদ: 3093646
আন্তর্জাতিক বিভাগ: কুয়েত পুরস্কার শিরোনামে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উপান্তে প্রথম বারের মত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত অতি মূল্যবান কুরআন শরিফ প্রদর্শন করা হয়েছে। এ প্রদর্শনে ইরানের বিশিষ্ট শিল্পী ‘রায়িন আকবার খানযাদে’র স্বর্ণ খচিত কুরআন শরিফ উপস্থাপন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কুয়েত পুরস্কার শিরোনামে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান গত বুধবার ১ম এপ্রিলে কুয়েতে শুরু হয়েছে। এ প্রতিযোগিতার উপান্তে প্রথম বারের মত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত অতি মূল্যবান কুরআন শরিফ প্রদর্শন করা হয়েছে।
এ প্রদর্শনীতে বিভিন্ন দেশের প্রিন্টকৃত কুরআন শরীফ তথা সৌদি আরব, আমিরাত এবং লেবাননের প্রিন্টকৃত কুরআন শরিফ দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও এ প্রদর্শনীতে ইরানের মাইক্রগ্রাফ শিল্পী ‘রায়িন আকবার খানযাদে’র স্বর্ণ খতিচ কুরআন শরিফ উপস্থাপন করা হয়েছে। ১৬ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১২ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট এ মূল্যবান কুরআন শরিফে এক কেজি সোনা এবং ৫ কেজি রুপা সহ হীরা ও দামী পাথর ব্যবহার করা হয়েছে। উক্ত কুরআন শরিফটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
রায়িন আকবার খানযাদে বলেন: কুয়েত পুরস্কার শিরোনামে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আর এ প্রতিযোগিতার উপান্তে প্রথম বারের মত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত অতি মূল্যবান কুরআন শরিফ প্রদর্শন করা হয়েছে।
তিনি স্বর্ণে খচিত কুরআন শরিফ সম্পর্কে বলেন: এ কুরআন শরিফটি ১৬ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১২ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট দুই পাতার এ কুরআন শরিফটি দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে এবং দর্শন অনেক স্বাগত জানিয়েছে।
3089298

 

captcha