বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎসব মাহফিল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে।
উৎসব মাহফিল আয়োজকগণ জানিয়েছেন, নবী নন্দিনী হযতর ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে উৎসব মাহফিল অনুষ্ঠান আজ রাতে শুরু হবে এবং আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে।
কোয়েটার ইমাম রেজা হোসাইনিয়াতে ৮ম এপ্রিল, খাতামুল আম্বিয়া মসজিদ ও ফাতেমিয়া হোসাইনিয়াতে ৯ম এপ্রিল, হোসেইনি নিচার হোসাইনিয়াতে ১০ম এপ্রিল, বেইতুল আহযান হুসাইনিয়াতে ১২ই এপ্রিল, সৈয়দ আবাদ হোসাইনিয়াতে ১৩ই এপ্রিলে উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত মাহফিল শুরু হবে এবং পরবর্তীতে বক্তৃতা, মর্সিয়া, গজল, কবিতা ও প্রশ্ন-উত্তর পর্ব সহ অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকবে।
3106486