IQNA

হযরত ফাতিমা যাহরা (সা. আ.) পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে উৎসব মাহফিল

15:13 - April 10, 2015
সংবাদ: 3117109
আন্তর্জাতিক বিভাগ: হযরত ফাতিম যাহরা (সা. আ.) পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ম এপ্রিল) ইংল্যান্ড ইসলামিক সেন্টারে উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত উৎসব মাহফিল বিভিন্ন অনুষ্ঠানেরা মধ্যে আজ সন্ধ্যা ৬টায় ইংল্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
নবী নন্দিনী হযরত ফাতিম যাজরা (সা. আ.) পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ বিশ্বের সকল মুসলমানদের অভিনন্দন জানিয়েছে।
এছাড়াও উক্ত ইসলামিক সেন্টারে আসন্ন ১৩ই রজবে ইমাম আলী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী পালন করবে। এ অনুষ্ঠান ২য় মে স্থানীয় সময় সন্ধ্যা ১৮:৩০টায় ইংল্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
3107836

captcha