IQNA

পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হযরত ফাতিমা যাহরার (সা. আ.) পবিত্র জন্ম বার্ষিকী পালিত

11:40 - April 11, 2015
সংবাদ: 3122370
আন্তর্জাতিক বিভাগ: নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে পাকিস্তানেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ২০ জমাদিউস সানি বিশ্বজননী নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মদিবস, বিশ্ব মুসলিম নারী দিবস এবং ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা ও স্থপতি হযরত ইমাম খোমেনী (র.) এর জন্মদিবস উপলক্ষে পাকিস্তানের কোয়েটা বাসীরা উৎসব মাহফিল পালন করেছে।
পাকিস্তানের বিভিন্ন মসজিদ ও হোসাইনিয়া ছাড়াও কোয়েটার ফাতিমা যাহরা (সা. আ.), যায়নাবিয়া ও নার্জিস নামক তিনটি স্কুলে সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, হযরত ফাতিমা যাহরার (সা. আ.) ও ইমাম খোমেনী’র সানে গজল ও মর্সিয়া পরিবেশন করা হয়েছে এছাড়াও এ অনুষ্ঠান হযরত ফাতিমা যাহরার (সা. আ.)এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ সহ প্রতিযোগিতার অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।
3121180

captcha