বার্তা সংস্থা ইকনা: জর্জিয়া মুসলিম প্রশাসন বিভাগের পক্ষ থেকে ধর্মীয় গ্রন্থ ডাউনলোড করার জন্য www.islammobile.biz ওয়েবসাইট চালু হয়েছে। জর্জিয়া মুসলিম প্রশাসনের প্রধান প্রধান শেখ রামিন ইগিডোফ গতকাল ১৩ই এপ্রিল এ সম্পর্কে বলেন: এ সাইটে তুর্কি, আজারি, রাশিয়ান, আরবি ও ফার্সি ভাষায় বিভিন্ন ধর্মীয় গ্রন্থ মোবাইল ফরম্যাটের জন্য আপলোড করা হবে।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মোবাইল ফোনে APK ফাইল ইন্সটল করে ধর্মীয় প্রোগ্রাম, ছবি এবং প্রয়োজনীয় বই ডাউনলোড করতে পারবেন।
বলাবাহুল্য, উক্ত ওয়েবসাইটে যে সকল গ্রন্থ আপলোড করা হয়েছে তারমধ্যে অধিকাংশ গ্রন্থ আহলে বাইত (আ.) এর জীবনী সম্পর্কে।
3142861