বার্তা সংস্থা ইকনা: উক্ত সংস্কৃতি অনুষ্ঠান গত সপ্তাহ থেকে ইমাম হুসাইন (আ.)এর মাজারের পক্ষ থেকে পাকিস্তানে শুরু হয়েছে এবং গতকাল ১৪ই এপ্রিলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘নাসিমে কারবালা’ (কারবালা বাতাস) শিরোনামে ২য় সংস্কৃতি সপ্তাহ ইসলামাবাদের ‘আল-কাউসার’ ইসলামিক বিশ্ববিদ্যালয়, কাযেমাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযারের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংস্কৃতি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পাকিস্তানের বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত, শিক্ষাবিদ, আহলে সুন্নতের ওলামা এবং স্থানীয় নাগরিকরা উপস্থিতি ছিলেন।
উক্ত সমাপনী অনুষ্ঠানে ইসলামাবাদের ‘আল-কাউসার’ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ‘শেখ আনোয়ারুল নাজাফী বক্তৃতা পেশ করেন। তিনি তার বক্তৃতায় এ অনুষ্ঠান উদযাপনের জন্য সহযোগিতা করার জন্য ইরাক পবিত্র মাযারের কর্তৃপক্ষদের ধন্যবাদ জানিয়েছেন।
এ অনুষ্ঠানের মাধ্যমে ‘ইমাম হুসাইন (আ.)এর বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব এবং তাঁর পবিত্র বিপ্লবে’র আলোকে লিখিত প্রবন্ধের মধ্যে যে সকল লেখকের প্রবন্ধ সেরা হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও এ অনুষ্ঠানে ইমাম হুসাইন (আ.), হযরত আব্বাস এবং কাযেমাইন (আ.)এর মাযারের প্রতিনিধীদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
3147117