বার্তা সংস্থা ইকনা: নাইরোবিতে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে হযরত ফাতিমা যাহরার (সা আ.) ও বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ উৎসব অনুষ্ঠানে কালচারাল কাউন্সিলার এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
এছাড়াও উক্ত ম্যাগাজিনের কপি কেনিয়ার জাফারী মসজিদ, লামু দ্বীপ, নাকুরু, আহলে বাইত (আ.)এর বিভিন্ন গ্রন্থাগার, মোম্বাসা, মালিন্ডি সহ বিভিন্ন শহরে বিতরণ করা হয়েছে।
উক্ত ম্যাগাজিনে হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এর ব্যাপারে হযরত মুহাম্মাদ (সা.) এর বিভিন্ন হাদিস এবং তাঁর ফজিলত ও ব্যক্তিত্বের আলোকে বিভিন্ন হাদিস বর্ণনা করা হয়েছে।
নারী দিবস, সর্বউকৃষ্ট আদর্শ, উম্মে আবিহা ও নামাজ, রোজা, জাকাত, বেলায়েতকে রক্ষা সম্পর্কে হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এর হাদিস এবং ইমাম খোমেনী (রাহ.) এর দৃষ্টিতে নারীর স্থান সহ অন্যান্য বিষয় এ ম্যাগাজিনে উপস্থাপন করা হয়েছে।
জনগণের মধ্যে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর ব্যক্তিত্বকে অধিক পরিচয় করানোর উদ্দেশ্য ইংরেজিতে উক্ত ম্যাগাজিন ৪০০ কপি প্রিন্ট করা হয়েছে। সর্বকৃষ্ট সর্বোৎকৃষ্ট
3139529