IQNA

মিশরে ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিবেদন + ছবি

20:46 - April 18, 2015
সংবাদ: 3168183
আন্তর্জাতিক বিভাগ: মিশরের রাজধানী কায়রোতে দেশটির প্রধানমন্ত্রীর ইব্রাহিম মেহলেব এবং বিশ্বের ৭০টি দেশ থেকে ১০০ জনের অধিক প্রতিনিধির উপস্থিতিতে ১৮ই এপ্রিল ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের মন্ত্র মহোদয়, পণ্ডিত, চিন্তাবিদ এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের প্রধানমন্ত্রীর ইব্রাহিম মেহলেব পবিত্র কুরআনের সূরা হিজরের ১৫ নং আয়াতের প্রতি ইঙ্গিত করে বলেন: ‘إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّکْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُون’ অর্থ: ‘নিশ্চয় আমরা যিকর (কুরআন) অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমরা এর সংরক্ষণকারী’। মহান আল্লাহ এ আয়াতে বলেন: মহান আল্লাহর পক্ষ থেকে পবিত্র কুরআন রক্ষা হবে।
তিনি আরও বলেন: পবিত্র ইসলাম ধর্ম হচ্ছে দয়া, সুবিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি গুরুত্বারোপ করে এবং কোন ভাবেই সন্ত্রাসী ও চরমপন্থিদের সমর্থন করেনা।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের ধর্ম মন্ত্রী মুহাম্মাদ মুখতার জুময়ে বলেন: ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশ থেকে ১০০ জন প্রতিযোগীর একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।
২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ সিসির সমর্থনে ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র কুরআনের শানে নুযূল, তাফসির এবং তারতীল সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, পবিত্র কুরআনের ত্রিশ পারার তাফসির, ২০ পার হেফজ বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
3167140

captcha