বার্তা সংস্থা ইকনা: উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের মন্ত্র মহোদয়, পণ্ডিত, চিন্তাবিদ এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের প্রধানমন্ত্রীর ইব্রাহিম মেহলেব পবিত্র কুরআনের সূরা হিজরের ১৫ নং আয়াতের প্রতি ইঙ্গিত করে বলেন: ‘إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّکْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُون’ অর্থ: ‘নিশ্চয় আমরা যিকর (কুরআন) অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমরা এর সংরক্ষণকারী’। মহান আল্লাহ এ আয়াতে বলেন: মহান আল্লাহর পক্ষ থেকে পবিত্র কুরআন রক্ষা হবে।
তিনি আরও বলেন: পবিত্র ইসলাম ধর্ম হচ্ছে দয়া, সুবিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি গুরুত্বারোপ করে এবং কোন ভাবেই সন্ত্রাসী ও চরমপন্থিদের সমর্থন করেনা।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের ধর্ম মন্ত্রী মুহাম্মাদ মুখতার জুময়ে বলেন: ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশ থেকে ১০০ জন প্রতিযোগীর একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।
২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ সিসির সমর্থনে ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র কুরআনের শানে নুযূল, তাফসির এবং তারতীল সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, পবিত্র কুরআনের ত্রিশ পারার তাফসির, ২০ পার হেফজ বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
3167140