IQNA

মিশরে কুরআন ও সুন্নতের বৈজ্ঞানিক মুজিযা’র আলোকে ২১তম সম্মেলন

12:20 - April 19, 2015
সংবাদ: 3173431
আন্তর্জাতিক বিভাগ: মিশরে খানা প্রদেশের ‘জুনুবুল ওয়াদি’ বিশ্ববিদ্যালয়ে ১৯শে এপ্রিল থেকে কুরআন ও সুন্নতের বৈজ্ঞানিক মুজিযা’র আলোকে ২১তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা:  মিশরের শিক্ষা মন্ত্রী আব্দুল খালেকের তত্ত্বাবধানে ২ দিন ব্যাপী উক্ত বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে মিশরের ‘জুনুবুল ওয়াদি’ বিশ্ববিদ্যালয়ে প্রধান আব্বাস মানসুর, আরবি বিশ্ববিদ্যালয় ইউনিয়নের মহাসচিব সুলতান আবু আরাবী এবং সুন্নতে নবাবী ও কুরআন হেফজের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল আজিজ আল মুসাল্লাহ’র উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
‘জুনুবুল ওয়াদি’ বিশ্ববিদ্যালয়ে প্রধান আব্বাস মানসুর বলেন: এ শীর্ষক সম্মেলনে চিন্তাবিদ, ওলামা ও অধ্যাপকগণ ইসলাম ধর্মের সত্যিকারের রূপের পরিচয় এবং পবিত্র কুরআন ও হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিসের সঠিক অর্থের আলোকে মূল্যবান বক্তৃতা রাখবেন।
২১তম শীর্ষক সম্মেলনে মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও অংশগ্রহণ করবে। এছাড়াও এ সম্মেলনের উপান্তে ইসলামী সাংস্কৃতিক, পবিত্র হাদিস ও কুরআনের হেফজের আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়াও উক্ত সম্মেলনের মহাসচিব মাহমুদ আরেফ বলেন: দু’দিন ব্যাপী এ শীর্ষক সম্মেলন মাগরিবের নামাজের পর শুরু হবে। তবে শিক্ষার্থীদের জন্য ধর্মীয় ও কুরআনের আলোকে প্রতিযোগিতা সকালে অনুষ্ঠিত হবে।
3164745

captcha