IQNA

তুরস্কে হালাল পর্যটনের আলোকে সম্মেলন

16:39 - April 20, 2015
সংবাদ: 3179136
আন্তর্জাতিক বিভাগ: পর্যটন শিল্প ব্যবহারের মাধ্যমে মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে হালাল পর্যটনের আলোকে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে তুরস্ক।


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের পর বিশ্বের বিভিন্ন ইসলামী দেশ থেকে তুরস্কে মুসলমানেরা অধিক ভ্রমণ করেন। আর এ উপলক্ষে বিশ্বের ৫০টির অধিক দেশর প্রতিনিধির উপস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে ১ম থেকে ৩য় ডিসেম্বর পর্যন্ত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনের পাশাপাশি যার এ সম্মেলনে অংশগ্রহণ করবে তাদের জন্য দু’দিন ব্যাপী ইস্তাম্বুল ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তুরস্ক, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার এই পাঁচটি দেশে মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রথম স্তরে রয়েছে।
বিগত বেশ কয়েক বছর যাবত বিশ্বের অনেক দেশ মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার জন্য হালাল পর্যটনের ব্যবস্থা করেছে। এমনি অনেক অ-ইসলামী দেশও এ চেষ্টা চালাচ্ছে। জাপান এ পন্থা ব্যবহারের মাধ্যমে হালাল পর্যটন প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।
3176764

captcha