আন্তর্জাতিক বিভাগ: ককেশাসে আল কায়েদার শীর্ষ নেতা আবু মুহাম্মাদ দাগেস্তানী’র নিহত হওয়ার খবর আজ ২০শে এপ্রিল ককেশাসে অবস্থিত আল কায়েদা স্বীকার করেছে।
ককেশাসের আমিরাত নামে প্রসিদ্ধ এ দলটি আজ ইন্টারনেটে দাগেস্তানী’র মৃত শরীরের ছবি প্রকাশ করে জানিয়েছে: তিনি রাশিয়ান সামরিক বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এ ব্যাপারে তারা অধিক তথ্য প্রকাশ করেনি।
বিভিন্ন মিডিয়া জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সন্ত্রাসীমুলক কর্মকাণ্ডের অঞ্চল এবং তাকফিরি দল আইএসআইএলের সদস্য সংগ্রহস্থালে পরিণত হয়েছিল ককেশাস।
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ককেশাসকেও নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করেছে এবং রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছে।
এ অঞ্চলের বিশেষজ্ঞগণ বিশ্বাস করেন সিরিয়া ও ইরাকে পর মধ্য এশিয়া ও উত্তর ককেশাসে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের উপস্থিতির সম্ভবনা রয়েছে।
3177926