IQNA

কিরঘিজিস্তানে ইমাম বাকির (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী পালন

17:15 - April 21, 2015
সংবাদ: 3185659
আন্তর্জাতিক বিভাগ: কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত ইমাম আলী (আ.) মসজিদে ইমাম বাকির (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিশকেকে অবস্থিত ইমাম আলী (আ.) মসজিদে আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে ১৯শে এপ্রিলে উক্ত উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এ অনুষ্ঠানে কিরঘিজিস্তানে অবস্থিতি ইরানী ও আজারী অধিবাসীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে ইমাম আলী (আ.) মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম ঈমানী পবিত্র রজব মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি তার বক্তৃতায় ইমাম বাকির (আ.)এর ব্যক্তিত্বের গুণাবলী সম্পর্কে বক্তৃতা পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে আহলে বাইত (আ.)এর শানে কবিতা, গজল এবং মর্সিয়া পরিবেশন করা হয়েছে।
3182222

captcha