IQNA

সুইডেন বিশ্ববিদ্যালয়ে ‘শিয়া পরিচিতি’র আলোকে ৩য় তম শীর্ষক সেমিনার

23:28 - April 26, 2015
সংবাদ: 3212361
আন্তর্জাতিক বিভাগ: সুইডেনের সুডারটুরান বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ম মে ‘শিয়া পরিচিতি’র আলোকে ৩য় তম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।


বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনারে সংস্কৃতি দর্শন গবেষক ও ইসলামী ডিসকোর্স ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক সিয়াবাশ নাদেরী ফার্সানী মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
সুডারটুরান বিশ্ববিদ্যালয়ের নবম তলা’র “F” নামক ভবনে ‘শিয়া সাংস্কৃতিক উপাদান’ শিরোনামে বক্তাগণ বক্তৃতা পেশ করবেন।
‘শিয়া পরিচিতি’র আলোকে ৩য় তম শীর্ষক সেমিনার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
3209081

captcha