বার্তা সংস্থা ইকনা : পবিত্র রজব মাসের প্রারম্ভে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ও হযরত আমিরুল মু’মিনীন আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ‘মারাজুল বাহরাইন’ শীর্ষক আনন্দ মাহফিল আয়োজিত হয়েছে। গতকাল পাকিস্তানের মজলিশে ওয়াহদাত-এ মুসলিমীনের নারী বিষয়ক বিভাগের সহযোগিতায় লাহোরে আয়োজিত এ মাহফিলে শিয়া ও সুন্নি মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু হওয়া এ মাহফিলে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রাজা নাসের আব্বাস, হুজ্জাতুল ইসলাম আমিন শহীদের ন্যায় শিয়া আলেমদের পাশাপাশি তাবলিগ জামায়াতের নেতা ও বিশিষ্ট সুন্নি বক্তা মাওলানা তারিক জামিলও বক্তব্য রাখেন।
এ মাহফিলে লটারীর মাধ্যমে দুজনকে ওমরা হজ্বের খরচ প্রদান করা হয়।
উল্লেখ্য, এ মাহফিলে অংশগ্রহণ সকলের জন্য উন্মুক্ত ছিল।