IQNA

বাদশাহ ‘সালমান’ দেশ পরিচালনায় অক্ষম; সৌদি রাজার ভাই

15:32 - April 27, 2015
সংবাদ: 3216699
আন্তর্জাতিক বিভাগ: সৌদি রাজার ভাই, মিশর ও পাকিস্তানের সমালোচনা করে বলেছেন, সালমান বিন আবদুল আজিজ দেশ পরিচালনায় অক্ষম।

শাবিস্তান সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা রিপোর্ট: সালমান বিন আবদুল আজিজের ভাই তালাল বিন আব্দুল আজিজ আল মানারে এক সাক্ষাতকারে বলেন, দেশের অবকাঠামোর ভিতর চরম বিশৃঙ্খলা বিরাজ করছে এবং তা সৌদি রাজতন্ত্রকে নড়বড়ে করে তুলেছে।
আমির তালাল বিন আব্দুল আজিজ বলেন: বর্তমান রাজা দেশ পরিচালনায় সম্পূর্ণ অপারগ। এমনকি তার সন্তান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমান এবং যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফও তার ঘোর বিরোধী। এবং খুব শীঘ্রই এদের মধ্যে চরম আকারে দ্বন্দ্ব বাধবে।
তিনি বলেন: সাবেক রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজও বন্দর বিন সুলতান এবং সাউদ আল ফয়সালের লবির হাতে বন্দি ছিল।
এই সূত্র আরও জানিয়েছে: তালাল বিন আব্দুল আজিজ ইয়েমেনে হামলার পূর্বে তার ভাই সালমানকে চিঠিতে লিখেছিলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করে তারপর ইয়েমেনে হামলা করতে।
তালাল বলেন: ইয়েমেনে হামলার প্রয়োজন ছিল কিন্তু তার পূর্বে পাকিস্তান ও মিশরের সহযোগিতার বিষয়টি পাকা করে নেয়ার দরকার ছিল।
তিনি বলেন: পাকিস্তান ও মিশর আমাদের সাথে যোগ না দেয়াতে আমরা ইয়েমেন যুদ্ধে পরাজিত হয়েছি।
তালাল বিন আব্দুল আজিজ বলেন: তুরস্কের প্রেসিডেন্ট এরদুগান এবং আমার ভাই দেশকে দ্রুত ইয়েমেন যুদ্ধে ঠেলে দিয়েছিল।
এই সূত্র আরও জানিয়েছে: তালাল বিন আব্দুল আজিজ প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ, সালমান এবং নায়েফের ছেলেদের মধ্যে দা-কুড়াল সম্পর্কের ব্যাপারে উদ্বিগ্ন।
তিনি আশা ব্যক্ত করেন যে, আমেরিকা, জর্ডান, ব্রিটেন এবং ফ্রান্স সৌদি আরবের নীতির প্রতি সমর্থন যোগাবে। অনুরূপভাবে তিনি ইসরাইলের সাথে বেশী ঘনিষ্ঠ সম্পর্ককে সমর্থন করেন না।
3214482

captcha