IQNA

নিউজিল্যান্ডে প্রদর্শিত হবে স্বর্ণখচিত কোরঅান শরিফ

20:07 - April 28, 2015
সংবাদ: 3225331
আন্তর্জাতিক বিভাগ: নিউজিল্যান্ডের অকল্যান্ড সেন্ট্রাল লাইব্রেরীতে ২০০ বছরের পুরাতন স্বর্ণ খচিত অনন্য কুরআন শরিফ আগামী মাস থেকে প্রদর্শন করা হবে।

বার্তা সংস্থা ইকনা: নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডের গ্রন্থপ্রিয় এক ব্যক্তি  বিংশ শতাব্দীর প্রথম দিকে হস্তলিখিত এ কুরআন শরিফের সাথে অন্যান্য হস্তলিখিত কুরআন শরিফ এ গ্রন্থাগারে অনুদান করেন।
এ কুরআন শরিফগুলো ড. জেইন আলী পর্যবেক্ষণ করার পরে বলেন: হস্তলিখিত এ অনন্য কুরআন শরিফগুলো প্রায় ২০০ বছরের পুরাতন এবং এ কুরআন শরিফগুলো নিউজিল্যান্ডের জন্য অতি গুরুত্বপূর্ণ।
হস্ত লিখিত এ কুরআন শরিফ গুলোর মধ্যে একটি কুরআন স্বর্ণের এবং এর মার্জিন নীল রং ও স্বর্ণের কাজ করা রয়েছে। এ কুরআন শরিফের প্রথম ও শেষর দুই পাতা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে আচ্ছাদিত করা হয়েছে।
ড. জেইন আলী আরও বলেন: এটি একটি অনন্য শিল্প এবং এক মুসলিম ধনী ব্যক্তির গৃহে রক্ষিত ছিলো।
এ সকল পাণ্ডুলিপির সাথে হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে লিখিত একটি কবিতার গ্রন্থও রয়েছে।
নিউজিল্যান্ডের অকল্যান্ড সেন্ট্রাল লাইব্রেরীতে দুই সপ্তাহ ব্যাপী এ প্রদর্শনী অব্যাহত থাকবে।
3223120

captcha