বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কোয়েটার বিভিন্ন মসজিদ ও হোসাইনিয়াতে আজ (২৯শে এপ্রিল) রাত ৯টায় থেকে পাঁচ দিন ব্যাপী বিশেষ উৎসব মাহফিল শুরু হবে।
উক্ত উৎসব মাহফিল কোয়েটার ফাতেমি হোসাইনিয়াতে বুধবার (২৯শে এপ্রিল), বেইতুল আহজান হোসাইনিয়াতে বৃহস্পতিবার (৩০ শে এপ্রিল), ইমাম রেজা (আ.) হোসাইনিয়াতে শুক্রবার (১ম মে), হাইদারী ইমামবাড়াতে শনিবার (২য় মে) উৎসব মাহফিলের পাশাপাশি কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হবে, সাইয়্যেদ আবাদ হোসাইনিয়াতে রবিবার (৩য় মে), মুমিন আবাদ হোসাইনিয়াতে রবিবার (৩য় মে),
এ উৎসব মাহফিলে আহলে বাইতের শানে বক্তৃতার পাশাপাশি প্রতিযোগিতা, তাওয়াসী, প্রশ্ন-উত্তর পর্ব সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যবস্থা করা হয়েছে। পাঁচ দিন ব্যাপী এ উৎসব মাহফিল প্রতিদিন রাত ৯টা থেকে শুরু হবে।
3227359