IQNA

হামবুর্গ এবং ভিয়েনা’য় ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী পালন

18:21 - April 29, 2015
সংবাদ: 3230781
আন্তর্জাতিক বিভাগ: আমিরুল মোমিনীর আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে হামবুর্গ ইসলামিক সেন্টার এবং ভিয়েনায় ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে আগামী ১ম মে উৎসব মাহফিলের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রথম ইমাম হযরত আলী ইবনে আবু তালিবের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে হামবুর্গ ইসলামিক সেন্টারের সকল কর্তৃপক্ষ বিশ্ববাসীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
এ উপলক্ষে বিশেষ উৎসব মাহফিল শুক্রবার (১ম মে) হামবুর্গ ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।
এছাড়াও ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভিয়েনায় ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে একই দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিশেষ উৎসব মাহফিলের আয়োজন করা হয়েছে।
3209068

captcha