IQNA

নব যুবকদের জন্য ইরানে নতুন সাইট উদ্বোধন

16:57 - April 30, 2015
সংবাদ: 3234895
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানে নব যুবকদের জন্য nojavan.khamenei.ir ঠিকানায় নতুন সাইট উদ্বোধন হতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: নতুন প্রজন্মের সক্রিয় কর্মীদের জন্য ইসলাম প্রজাতন্ত্র ইরানে nojavan.khamenei.ir ঠিকানায় নতুন সাইট উদ্বোধন হয়েছে। এ সাইটিট ১৮ বছর পর্যন্ত যুবক-যুবতীদের জন্য ৩০শে এপ্রিল উদ্বোধন করা হবে।
নব যুবকদের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ, নতুন প্রজন্মের ধারণক্ষমতা এবং বৈশিষ্ট্য সুবিধা প্রদান এবং ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী (দা. বা.) এবং ইসলামিক মতামত সমূহ যুব সমাজে প্রচার করার লক্ষে এ সাইটটি চালু করা হবে।
‘তারা ৩৩ জন’ নামক একটি শীর্ষক গ্রন্থ উদ্বোধনের পাশাপাশি ‘নব + যুবক’ শিরোনামে এ সাইটি nojavan.khamenei.ir ঠিকানায় বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) উদ্বোধন করা হবে।
3227405

captcha