IQNA

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে;

অস্ট্রিয়ায় ইসলামিক সেন্টারে অনুদান করা হলো ১৩০০ খণ্ড কুরআন ও নাহজুল বালাগা

12:46 - May 02, 2015
সংবাদ: 3242075
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত ১৩০০ খণ্ড পবিত্র কুরআন শরীফ ও নাহজুল বালাগা অনুদান করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আমিরুল মুমিনীন আলী (আ.) এর বরকতময় ও পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে জার্মানি, ইংরেজি, তুর্কি ও ফার্সি ভাষায় অনুবাদকৃত ১৩০০ খণ্ড পবিত্র কুরআন শরীফ ও নাহজুল বালাগা অনুদান করা হয়েছে।
3240048

captcha