IQNA

আমিরুল মোমিনীর (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মিশরে উৎসব মাহফিল

14:04 - May 02, 2015
সংবাদ: 3242081
আন্তর্জাতিক বিভাগ: আমিরুল মোমিনীন আলী (আ.)এর বরকতময় ও পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মিশরের সূফী তারিকার অনুসারীগণ আজকে (২য় মে) উৎসব মাহফিলের আয়োজন করেছে।


বার্তা সংস্থা ইকনা: মিশরের সূফী তারিকায়ে বিশ্বে ইউনিয়নের পক্ষ থেকে কায়রোর সাইয়্যেদা জয়নাব নামক অঞ্চলের এ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত উৎসব মহফিলে মিশরের সূফী তারিকায়ে বিশ্বে ইউনিয়নের প্রধান ও আল আজহারের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। এছাড়াও মিশরের সূফী তারিকায়ে বিশ্বে ইউনিয়নের কাফেলা আগামী ৪র্থ মে দেশজুড়ে মাসিক প্রোগ্রামের আয়োজন করেছে।
মিশরের সুফিরা আহলে বাইত (আ.) ভক্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ হযরত মুহাম্মাদ (সা.) ও ইমামগণের পবিত্র জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
3229742

captcha