বার্তা সংস্থা ইকনা: মাওলায়ে মুত্তাকিয়ান হযরত আমিরুল মু’মিনীন আলী ইবনে আবি তালিব (আ.) এর পবিত্র জন্মবার্ষিকীর সমসময়ে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের নারী-পুরুষ ও যুবক-বৃদ্ধরা উক্ত এতেকাফ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তিন বছর পূর্বে আফগানিস্তানে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে এ ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত এতেকাফ অনুষ্ঠানে মু’মীন বান্দারা অংশগ্রহণ করে এ অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে এবং প্রতি বছরই অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ইরানী কালচারাল কাউন্সিলার ১৩ই রজব তথা ৩য় মে’তে এতেকাফের অনুষ্ঠান চলাকালীন সময় তিনটি মসজিদ প্রদর্শন করেছেন এবং এতেকাফের গুরুত্বের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন।
3254960