IQNA

হযরত জয়নাব (সা. আ.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া’য় শোক মজলিশ

23:51 - May 06, 2015
সংবাদ: 3264034
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রেলিয়ার মেলবোর্নে শহরের ভিক্টোরিয়া ইসলামী কেন্দ্র মুহেব্বিনে আহলে বায়েত (আ.) এবং শিয়া মুসলমানদের উপস্থিতিতে হযরত জয়নাব (সা. আ.)এর পবিত্র ওফাত বার্ষিকী পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত জয়নাব (সা. আ.)এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে আহলে বায়েত (আ.)এর অনুসারীদের উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে শহরের ভিক্টোরিয়া ইসলামী কেন্দ্র অস্ট্রেলিয়ান, পাকিস্তান ও আফগানিস্তানের শিয়া মুসলমানদের উপস্থিতিতে এ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
এ শোকানুষ্ঠানে আহলে বাইতে (আ.) ও হযরত জয়নাব (সা. আ.) এর শানে মূল্যবান বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন লিয়াকত মুর্তাজাভী।
3260637

captcha