বার্তা সংস্থা ইকনা: তুরস্কের দিয়ানাত সংস্থার ধর্মীয় পাবলিশার্সের (দেশটির সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান) প্রধান ইউসকেল সালমান জানান: এ সংস্থা আর্মেনিয়ান ভাষায় অনুবাদকৃত উক্ত কুরআন শরিফটি প্রথম প্রিন্টে ৪ হাজার কপি প্রিন্ট করবে এবং এসকল অনুবাদকৃত কুরআন শরীফ আগ্রহী ব্যক্তিদের মধ্যে বিনামূল্য বিতরণ করা হবে।
তিনি বলেন: অনুবাদকৃত উক্ত কুরআন শরীফের প্রকাশের সাথে ১৯১৫ (তুরস্কের ওসমানী সাম্রাজ্যের আর্মেনীয়দের গণহত্যা সময়) সালের কোন সম্পর্ক নেই। বরং একই সময়ে এ সময় কুরআন অনুবাদ সম্পন্ন হয়েছে। আর এজন্যই প্রিন্ট করা হচ্ছে।
সালমান আরও বলেন: আগামী কয়েক বছরের মধ্যে ফরাসি, রাশিয়ান, আলবেনিয়ান, ডেনিশ ও তুর্কি সহ মোট ১৫টি ভাষায় কুরআন অনুবাদের চেষ্টা করছে তুরস্কের দিয়ানাত সংস্থার ধর্মীয় পাবলিশার্স।
তিনি বলেন, এ পর্যন্ত উক্ত সংস্থা জার্মান, ইংরেজি, ফরাসি এবং রাশিয়ান ভাষা সহ মোট ২৬টি ভাষায় ধর্মীয় গ্রন্থ প্রকাশ করেছে।
বলাবাহুল্য, সম্প্রতি তুরস্কের দিয়ানাত সংস্থার ধর্মীয় পাবলিশার্স দীর্ঘ পাঁচ বছর চেষ্টার পর কুর্দি ভাষায় অনুবাদকৃত কুরআন শরীফ প্রিন্ট ও প্রকাশ করেছে।
3260642