বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ‘গণপ্রজাতন্ত্রী’ ও ‘পিপলস ডেমোক্রেটিক’ দলের উদ্দেশ্য সা’য়রাদ প্রদেশে সিরাত শহরের প্রজাতন্ত্র স্কয়ারে সেদেশের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন: এ সকল দল জনগণকে নিজেদের বিশ্বাস, ইতিহাস ও সভ্যতা থেকে দূরে সরানোর চেষ্টা করছে। তাদের নিজেদের চিন্তা-ভাবনাকে সমাজের মধ্যে প্রচলন করার চেষ্টায় রয়েছে। ৭০ বছর পূর্বে যারা তুর্কি ভাষায় আজান প্রচার করার চেষ্টা করেছিল তাদের সাথে বর্তমানে যারা কুর্দি ভাষায় আজান প্রচারের চেষ্টা করছে কোন পার্থক্য নেই। উভয় পক্ষই ফ্যাসিস্ট ধারণাকে সমর্থন করছে। অর্থাৎ কুর্দি ভাষায় আজান প্রচার ফ্যাসিস্ট মতাদর্শের আরেকটি বৈশিষ্ট্য।
বলাবাহুল্য, আতাতুর্কের আদেশে তুরস্কে গণপ্রজাতন্ত্রী পার্টি ১৯২৪ সালে সংগঠিত হয়েছে। এ ধর্মনিরপেক্ষ দলটির কার্যক্রম হচ্ছে, হিজাবের আবিষ্কার, আরবি বর্ণমালার পরিবর্তে ল্যাটিন বর্ণমালার প্রচলন, ম্যাগাজিনে ও সংবাদপত্রে ‘মুহাম্মাদ’ ও ‘আল্লাহ’র নামের ওপর জিকিরের নিষেধাজ্ঞা, বিভিন্ন স্থান থেকে কুরআন সংগ্রহ করে পোড়ানো, আরবিতে আজান ও একামত প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, তুর্কি ভাষায় আজান প্রচার। বর্তমানে ধর্মনিরপেক্ষ এ দলের প্রধান হিসেবে ‘কামাল কালিচ দাভুতোগলু’ নিয়োজিত রয়েছে।
‘পিপলস ডেমোক্রেটিক’ পার্টি ২০১২ সালে বামপন্থিদের সমর্থনে সংগঠিত হয়েছে।
3261793