IQNA

অস্ট্রেলিয়ায় ‘ইসলামে নারীর অধিকার এবং পাশ্চাত্যের সাথে তার তুলনা’র আলোকে বৈঠক

17:24 - May 10, 2015
সংবাদ: 3282292
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে গতকাল (৯ই মে) ‘ইসলামে নারীর অধিকার এবং পাশ্চাত্যের সাথে তার তুলনা’ শিরোনামে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: এ শীর্ষক সেমিনারের প্রধান বক্তা হিসেবে ইরানের হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন লিয়াকত আলী মূর্তাজাভী উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষার্থীরাও স্বাধীন ভাবে তাদের বক্তৃতা পেশ করে বিভিন্ন প্রশ্নের উত্তর গ্রহণ করেন।
নারী শিক্ষার্থীরা ইসলামে নারীর অধিকার এবং পাশ্চাত্যের সাথে তার তুলনা আলোকে  হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন লিয়াকত আলী মূর্তাজাভীর নিকট প্রশ্ন করেন এবং তিনি এ সকল প্রশ্নর উত্তর প্রদান করেন।
বলাবাহুল্য, ১৩ই রজব তথা ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের পবিত্র নগরী কোম থেকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন লিয়াকত আলী মূর্তাজাভীর অস্ট্রেলিয়া ভ্রমণ করেন।
3280036

captcha