IQNA

ভারতের জামিয়াতে ওলামার প্রধান

সাম্প্রদায়িকতার বিভেদ ভুলে সন্ত্রাস নিধন করতে হবে

23:41 - May 10, 2015
সংবাদ: 3283309
বার্তা সংস্থা ইকনা: ভারতে সন্ত্রাস নিধনের জন্য সাম্প্রদায়িকতার বিভেদ ভুলতে হবে বলে জানিয়েছেন দেশটির জামিয়াতে ওলামার প্রধান।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ভারতের মুম্বাইয়ে জামিয়াতে ওলামার পক্ষ থেকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে জামিয়াতে ওলামার প্রধান মাওলানা সৈয়দ মুহাম্মাদ মাদানী উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্য বলেন: মহারাষ্ট্র রাজ্যের সরকার মুসলমানদের ওপর চাপ প্রয়োগ করে আমাদেরকে বিলীন করার চেষ্টা করছে। আর এরই সূত্র ধরে হালাল পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তিনি আরও বলেন: আমরা এ দেশেরই নাগরিক। অথচ প্রাদেশিক সরকার আমাদের ভোট প্রদান থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের জেনে রাখা উচিত আমরাও এদেশের নাগরিক এবং আমাদেরও এদেশের প্রতি দায়িত্ব ও অধিকার রয়েছে। তারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।
মাওলানা সৈয়দ মুহাম্মাদ মাদানী আরও বলেন: এদেশ থেকে সন্ত্রাস নিধন করতে হলে, সর্বপ্রথম সাম্প্রদায়িকতার বিভেদ ভুলে যেতে হবে।
বলাবাহুল্য, ভারতের বৃহত্তম ও প্রাচীনতম পার্টির মধ্যে জামিয়াতে ইসলামিয়া অন্যতম এক পার্টি এবং এ পার্টির বিভিন্ন স্থানে দখল রয়েছে।
3279955

captcha