IQNA

ফ্রান্সে মসজিদ সুরক্ষায় সরকারের গাফিলতি

12:40 - September 17, 2025
সংবাদ: 3478080
ইকনা- প্যারিসে মসজিদ অবমাননার ঘটনা প্রমাণ করে যে, ফরাসি সরকার উগ্রপন্থী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধে মসজিদগুলোকে সুরক্ষা ও সহায়তা দিতে গাফিলতি করছে।

কনার প্রতিবেদন অনুযায়ী, আল-আদালা আল-ইয়াওম এর বরাতে জানা যায়ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে অবস্থিত কয়েকটি মসজিদের সামনে সকালে কয়েকটি শূকরের মাথা রেখে দেওয়া হয়

এই নিন্দনীয় আচরণ ফরাসি সমাজে ধর্মীয় বিশ্বাস, বিশেষত ইসলামি বিশ্বাসের প্রতি ব্যাপক ঘৃণার প্রতিফলন। এটি প্রথম ঘটনা নয়; এর আগে একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক এই ঘটনা ভিন্নমাত্রার, কারণ এটি এমন সময় ঘটেছে যখন ফ্রান্সে ইসলামভীতি রাজনৈতিক ও গণমাধ্যমের উস্কানিমূলক বক্তব্যে নজিরবিহীনভাবে বেড়ে চলেছে।

ঘটনাটি ফ্রান্সের সামগ্রিক সামাজিক পরিবেশকে প্রতিফলিত করে, যেখানে ধর্মীয় প্রতীকগুলোর অবমাননা ও জনসাধারণের আবেগের অপব্যবহার করে ঘৃণা ছড়ানো হচ্ছে। শূকরের মাথা ব্যবহার কোনো কাকতালীয় কাজ নয়; বরং এটি ফ্রান্সে বসবাসরত মুসলমানদের অনুভূতিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার প্রচেষ্টা। যা তাদের উপাসনা করার অধিকার এবং নিরাপদ ও সম্মানজনক পরিবেশে তা পালনের অধিকারের স্পষ্ট লঙ্ঘন।

সরকারি প্রতিক্রিয়া কেবলমাত্র প্রচলিত ধাঁচেই সীমাবদ্ধ থেকেছেঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া এবং তদন্তের প্রতিশ্রুতি। এসব প্রতিক্রিয়া এখনো অপ্রতুল রয়ে গেছে এবং ফরাসি সমাজে ধর্মীয় স্বাধীনতাকে লক্ষ্যবস্তু বানানো প্রবণতার মোকাবেলায় ব্যর্থ হচ্ছে, যদিও এসব কর্মকাণ্ডের মূল হোতারা অজানা নয়।

মুসলমানদের ওপর নেমে আসা এই বাস্তবতা ও ধাক্কাগুলোকে শুধুমাত্র ব্যক্তিগত ও বিচ্ছিন্ন আচরণ হিসেবে ব্যাখ্যা করা যায় না। বরং এটি এমন একটি সাংস্কৃতিক ও গণমাধ্যম পরিবেশের প্রতিফলন, যা মানবাধিকারের লঙ্ঘন, ঘৃণা ও উগ্রপন্থাকে বৈধতা দেয় এবং স্বীকৃতি দেয়।

ক্রমবর্ধমান হামলা ও সীমিত প্রতিক্রিয়া মুসলিম নাগরিকদের ফ্রান্সে অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করছে। এর ফলে ফরাসি মুসলিম সমাজে উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।

মূল প্রশ্ন এখন হলোফরাসি প্রজাতন্ত্র কি তার নিজস্ব মূল্যবোধ রক্ষা করতে এবং উগ্রপন্থার মোকাবিলা করতে সক্ষম হবে? 4305426#

 

captcha