IQNA

ম্যানচেস্টারে ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালন হবে

10:00 - May 14, 2015
সংবাদ: 3300731
আন্তর্জাতিক বিভাগ: ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ম্যানচেস্টার ইসলামিক সেন্টারে শোক মজলিশ উদযাপিত হবে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শোক মজলিশ ম্যানচেস্টার ইসলামিক সেন্টারে স্থানীয় সময় রাত ৮টা থেকে ১০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিয়া মুসলমান ও আহলে বাইয়েতের (আ.) ভক্তরা এ শোকানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানে দোয়া-ই-কুমাইল, আহলে বাইয়েতের (আ.) সানে বক্তৃতা, জামায়াত সহকার নামাজ এবং নওহা পরিবেশন করা হবে। বলাবাহুল্য, প্রায় ২২ বছর পূর্বে ইরানী শিক্ষার্থীদের প্রচেষ্টায় ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে এ ইসলামিক সেন্টার নির্মিত হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে মুসলমান ও খ্রিস্টানরা সেবা পেয়ে থাকে।

3297581

captcha